ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাষ্ট্রবিজ্ঞান সংঘের ২০ বছর পূর্তি উদযাপনে প্রারম্ভিক মিলনী

রাষ্ট্রবিজ্ঞান সংঘের ২০ বছর পূর্তি উদযাপনে প্রারম্ভিক মিলনী

গত শনিবার ঢাকার বসুন্ধরায় চুড়াশিয়ান ক্লাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাষ্ট্রবিজ্ঞান সংঘের ২০ বছর পূর্তি উদযাপন প্রারম্ভিক মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মের পর থেকে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছে তাদের উপস্থিতি একটি আনন্দঘন মিলনী রূপ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান সংঘের আহ্বায়ক এমএ খালেক, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মাবুল, আহ্বায়ক কমিটির সদস্য মো: ফিরোজ হোসেন, শহিদুজ্জামান রিংকু, মাজহারুল আলম কিসলু, সেলিম উদ্দিন মজুমদার, কাজী মাহাবুবুল আলম, ইব্রাহিম কাওসার বাবু। আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান সংঘের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আছমা জেরিন ঝুমু। আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ হোসেনের গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয় এবং একে একে রাষ্ট্রবিজ্ঞান সংঘের অনেক বন্ধুই গান পরিবেশন করে। সবশেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত