ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথমবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রথমবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৩ টার্মে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এবং উইন্টার ২০২৩ টার্মে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন বিকাল ৩টায় পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের আয়োজনে এ অরিয়েন্টেশন অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষদভিত্তিক নবাগত শিক্ষার্থীগণের মধ্য থেকে তাদের অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য দেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের রাবেয়া খাতুন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাদিয়া রহমান, ফিশারিজ অনুষদের মাহফুজ খান ও কৃষি অনুষদের নাজিয়া তাসনিম রুমানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত