রংপুরে সবজি চাষাবাদে প্রশিক্ষণ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে ডাল ও সবজি ফসল চাষাবাদে জৈব ছত্রাক নাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার সকালে নগরীর তাজহাটস্থ বিনা উপকেন্দ্রে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। রংপুর বিনার ভারপ্রাপ্ত কর্মকতা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা রোগতত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাহবুবা কানিজ হাসনা, রংপুর কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রিয়াজ উদ্দিন, বিনার এসএস ও ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক, রংপুর অঞ্চলিক কৃষি গবেষণা কর্মকর্তা কৃষিবিদ ডক্টর হারুন আর রশিদ। এ সময় বক্তব্য দেন কৃষিবিদ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোতাব্বের রহমান, বিনা ফার্ম ম্যানেজার তনাজিনা নাসরিণ তৃণা প্রমুখ।