গুলশানের কিংফিশার বারে পুলিশের অভিযান
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
লাইসেন্সের নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারকে সতর্ক করেছে পুলিশ। পুলিশ বারের কর্তৃপক্ষকে বলেছে, এরপর যদি লাইসেন্সের নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত রোববার দিবাগত রাতে গুলশান থানা পুলিশ বারটিতে অভিযান পরিচালনা করে।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাইসেন্সের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার পর কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এছাড়া লাইসেন্সের নিয়ম অনুযায়ী বারে কোনো ধরনের গান-বাজনা বাজানোর অনুমতি নেই। তবে লাইসেন্সের বাধ্যবাধকতা তোয়াক্কা না করে বারটি মধ্যরাত পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া মধ্যরাত পর্যন্ত চলতো গান-বাজনা। দীর্ঘদিন ধরে লাইসেন্সের নিয়ম ভঙ্গ করায় অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাইসেন্সের নিয়ম অনুযায়ী কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার রাত সাড়ে ১০টার পর তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাই পুলিশ গতকাল রাতে গিয়েছিল সেখানে। রাত সাড়ে ১০টার পর যেনো কার্যক্রম পরিচালনা না করা হয় সে বিষয়ে সতর্ক করেছে পুলিশ। তিনি বলেন, এছাড়া তাদের গান-বাজনা বাজানোরও অনুমতি নেই। সেই বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে। বার কর্তৃপক্ষ পুলিশকে বলেছে, তারা আর লাইসেন্সের নিয়ম ভঙ্গ করে কার্যক্রম পরিচালনা করবে না। তারপরও যদি তারা নিয়ম ভঙ্গ করে কার্যক্রম পরিচালনা করে, তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেবো।