ইউএসএআইডি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ফিড দ্য ফিউচার গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি দল রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিমিয় অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দণ্ডএর সঙ্গে ‘গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশিপ ৩-আর জিন সমৃদ্ধ লেট ব্লাইট রোগ প্রতিরোধী আলুর কনফাইন্ড ফিল্ড ট্রায়াল’ এবং ‘রোগ প্রতিরোধী আলু উদ্ভাবনের’ গবেষণা অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।