‘আমার গ্রাম, আমার দায়িত্ব- শিশুর জীবন হবে বাল্যবিয়ে মুক্ত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ নামক বিশ্ব প্রচারাভিযানের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা শেডের উদ্যোগে উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়া পালং ইউনিয়নের পাটোয়ারটেক ও মনখালী এবং রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া ও গুচ্ছ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এরিয়া অফিসের সার্বিক সহযোগিতায় ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) বাস্তবায়নে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, ভিডিসি, শিশু ও যুব ফোরামের আয়োজনে সর্বশেষ জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।