রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোনের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। এছাড়া পিলারগুলো হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮), সিফাত (২২) গোদাগাড়ীর সিহাব (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ৯ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এ সময় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।