রংপুরে শিল্প ও বাণজ্যি মেলা বন্ধ করা না হলে আগামীকাল বৃহস্পতিবার রংপুর মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বানে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধ দিবস ধর্মঘট আহ্বান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ব্যবসায়ী নেতৃতবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর ব্যবসায়ী সমিতির সিনিয়রসহ সভাপতি মফিজার রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক তানভীর হোসেন আশরাফি, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল প্রমুখ। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন এর আগে ২ মাস পূর্বে মেট্রাপলিটন চেম্বার রংপুরে শিল্প ও বাণজ্যি মেলা করেছে। এরপর দেশের রাজনৈতিক অস্থিরতায় স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো রংপুর চেম্বার অব কর্মাসের উদ্যোগে রংপুর পুলিশ লাইন্স মাঠে অল্প সময়ের ব্যবধানে আবারও মাস ব্যাপী শিল্প ও বাণজ্যি মেলার আয়োজন করা হয়েছে। অথচ এই সময়ে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা অনুষ্ঠানের পাশে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে মারাত্মক ব্যাঘাত ঘটবে শিক্ষার্থীদের। পাবলিক পরীক্ষার সময় শিল্প ও বাণজ্যি মেলার আয়েজন নজিরবিহীন বলে তারা উল্লেখ করেন। এই মেলা বন্ধ করা না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রংপুর মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বানে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধ দিবস ধর্মঘট পালন করা হবে। এর পরও মেলা বন্ধ করা না হলে পরবর্তিতে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে সব স্তরের ব্যবসায়ী সমিতির উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটসহ অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে।