শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নেত্রকোনায় স্থাপিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। গত সোমবার শিক্ষক মিলনায়তনে বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক হাফসা আক্তারকে আহ্বায়ক নির্বাচিত করে ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম এবং সিএসই বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল সিয়াম। কমিটির সদস্যরা হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আঙ্গুর হোসেন, ড. সানজিদা ইসলাম, প্রভাষক নাজমুল হাসান, ড. সাদ্দাম হুসাইন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফি উল্লাহ্, প্রভাষক ফারহানা আন্নুশকা, মাহমুদ আল হাসান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শোভন রায়, প্রভাষক শিহাব উদ্দিন সুমন, সাইদাতুস সাবা, জান্নাত শারমিন মুন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মালা রানী বর্মণ, প্রভাষক আনোয়ারুল ইসলাম, শারদ হাসান ও শিফাত আরা রফিক। ২০১৮ সালে নেত্রকোনা শহরের রাজুরবাজারে সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।