ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর, মিডিয়া সেল থেকে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে জননী স্টেশনারী প্রোডাক্টস অ্যান্ড বুকস্কে নগদণ্ড ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলস্কে ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলসকে ২ লাখ টাকা, দোলা ক্যাবলসকে ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদণ্ড ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত