ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব ইজতেমার নিরাপত্তায় প্রস্তুত পুলিশ : আইজিপি

বিশ্ব ইজতেমার নিরাপত্তায় প্রস্তুত পুলিশ : আইজিপি

বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষ্যে ময়দান ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা দিতে পুলিশের সব ইউনিট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সব ইউনিটের সমন্বয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। পোশাক ও সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, আনসার সদস্যরা আগত মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ময়দানে ও সড়কে হকারদের দৌরাত্ম্য ও পকেট মারদের দৌড়াত্ম্য বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে । গতকাল বুধবার দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত বিশ্ব ইজতেমার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ইজতেমার ময়দানের প্রবেশ পথ নিরাপদ রাখতে পুলিশ কাজ করবে। পোশাকে ও সাদা পোশাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইজতেমাস্থলে ভিআইপি ভিভিআইপি যদি আসেন তবে তাদের নিরাপত্তা বিশেষ বিবেচনায় রেখে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। আইজিপি আরো বলেন, এ নিরাপত্তা পরিকল্পনা শুধুমাত্র যে ইজতেমাস্থলে তা কিন্তু নয়। রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এলাকা, গাজীপুর জেলা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), ঢাকা জেলাসহ সবাই মিলে একটা নিরাপত্তা পরিকল্পনা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত