রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে করা বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রেখে আধা বেলার ধর্মঘট পালন করেছেন রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলে বেলা ২টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রংপুর শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সকাল থেকেই রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি মার্কেট, শাহ জামাল মার্কেট, নবাবগঞ্জ বাজার মার্কেট, জেলা পরিষদ মিনি মার্কেট, নিউ মার্কেট, রাজা রামমোহন মার্কেট, ছালেক মার্কেট, শাপলা চত্বর বাজারসহ সব ব্যবসায়ী নিজ নিজ দোকানপাট বন্ধ রাখেন। তবে জরুরি সেবার আওতায় থাকা ফার্মেসি ও হোটেল-রেস্তোরাঁসহ খাবারের দোকানপাট খোলা ছিল।
এদিকে ধর্মঘট চলাকালে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ব্যবসায়ীরা একের পর এক মেলার আয়োজনের প্রতিবাদ জানিয়ে সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাউন্সিলর লিটন পারভেজ, রংপুর জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মফিজার রহমান চান, যুগ্ম সম্পাদক মো. তানভির হোসেন আশরাফি, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মন্টু, ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।