ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলন

রাজশাহীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলন

নারীর অগ্রযাত্রা সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে জয়িতাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা ফলশ্রুতিতে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার এ কথা বলেন। পাঁচটি ক্যাটাগরিতে বিভাগের আট জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত দশজন জয়িতার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে বিচারকমন্ডলী কর্তৃক চূড়ান্ত পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হবে। আগামী রোববার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জয়িতা সম্মাননা দেওয়া হবে। এছাড়াও মোট ৪০ জনের মধ্যে ৩৫ জন জয়িতাকে ক্রেস্ট প্রদান সহ ৫০০০ হাজার টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত