কবিতা পরিষদের উদ্যোগে ৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। গতকাল সকালে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি শুরু হয়। সেখানে কবি মোহাম্মদ সামাদ, তারেক সুজাত, সুবোধ সরকার, বিভাস রায় চৌধুরী, অনুভব দুলাশী, দিলিপ দাস, আকবর আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কবিরা এ উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে ভারতের কলকাতা থেকে সুবোধ সরকার, বিথী চট্টোপাধ্যায়, বিভাস রায় চৌধুরী, ভারতের ত্রিপুরা হতে রাতুল দেব বর্মণ, দীলিপ দাস, আকবর আহমেদ, আসামের কবি অনুভব তুলাসি এবং চন্দ্রিমা দত্ত অংশ নিয়েছেন। এছাড়াও ফিলিপাইনের কবি ও বর্তমানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লিও টিটো এল আসান জুনিয়র, নেপালের চাবিলাল কপিলাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।