প্রথম ছুটির দিন

দর্শনার্থীর পদচারণায় মুখর বইমেলা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ। প্রথম সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারে দিনের শুরুতে পাঠক দর্শনার্থীদের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। তবে মেলা শুরু হলেও অনেক স্টল ও প্যাভিলিয়নে এখনও কাজ করার দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সরেজমিন বইমেলায় ঘুরে এ চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন স্টল ও প্যাভিলিয়ন পরিচালনাকারীরা। দিনের শুরুতে যে অল্প সংখ্যক মানুষ এসেছেন তাদের বেশিরভাগই দর্শনার্থী বলে জানিয়েছেন তারা। মেলার শুরুর দিকে এমনটাই বেশি হয় বলেও জানান তারা। মেলায় মোট আটটি প্রবেশ পথ রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলা একাডেমি প্রান্তের গেটে অধিক সমাগম লক্ষ্য করা গেছে। এছাড়া বাকি প্রবেশপথগুলো দিয়ে অল্প সংখ্যক মানুষ প্রবেশ করছে। ফলে ওই গেটের কাছে অবস্থিত স্টল ও প্যাভিলিয়নগুলোতে পাঠক-দর্শনার্থীদের অধিক ভিড় থাকলেও অন্য স্টলগুলোতে তেমন লোক সমাগম ছিল তুলনামূলক কম। নবান্ন প্রকাশনীর স্টলে দায়িত্বরতরা বলেন, গতকালের তুলনায় আজ লোক সমাগম কিছুটা বেশি। যদিও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আরও বেশি মানুষ আসে। তবে আশা করছি সন্ধ্যা থেকে ভিড় বাড়বে। তবে আগতদের মধ্যে পাঠকের তুলনায় দর্শনার্থীই বেশি বলে জানান তারা। চেতনা ঐতিহ্য নামক স্টলের বিক্রেতা জানান, গতকালের তুলনায় আজ ভিড় কিছুটা বেশি। শুরুর দিকে মানুষ কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে বলে আশা তাদের। এ সময় স্টলটিতে রঙের কাজ চলতে দেখা যায়। মেলা শুরুর সপ্তাহখানেক আগে বরাদ্দ দেওয়া হলেও এখনও কেন কাজ চলছে জানতে চাইলে তারা বলেন, আমরা গত পরশু ও গতকাল দুই দফা রং করেছি। তবে দুর্ভাগ্যজনকভাবে কাজের পরপরই বৃষ্টি হয়ে তা নষ্ট হয়ে গেছে। তাই আজ পুনরায় করাচ্ছি। এছাড়াও অপরাপর অনেক স্টল ও প্যাভিলিয়নেই কাজ চলমান থাকতে দেখা যায়। এর কারণ হিসেবে বৈরী আবহাওয়াসহ নানাবিধ সমস্যার কথা জানিয়েছেন তারা।