ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব ইজতেমা ২০২৪

সেনাবাহিনীর ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন

সেনাবাহিনীর ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে ৪ তারিখ পর্যন্ত। ৯-১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। টঙ্গী তুরাগ নদীর তীরে আগত মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর উপর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫টি ভাসমান ব্রিজ স্থাপন করা হয়েছে। আইএসপিআর জানায়, এছাড়াও আগত মুসল্লিদের ওজু ও খাবার পানির জন্য সেনাবাহিনী দুটি ওয়াটার বাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কর্তৃক একটি বোম্ব ডিসপোজাল দল প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত