ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সফটওয়্যার ইনভেন্টরি ও অ্যাসেট মডিউল উদ্বোধন

সফটওয়্যার ইনভেন্টরি ও অ্যাসেট মডিউল উদ্বোধন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের উন্নয়নকৃত সফটওয়্যার ইনভেন্টরি এবং অ্যাসেট মডিউল দুটি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ডঅজচঙ)তে ব্যবহারের লক্ষ্যে গতকাল রোববার সকালে উদ্বোধন করা হয়েছে। বিসিসি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন), একেএম শাহনেওয়াজ চৌধুরী, ড. অশোক কুমার রায়, সাবেক বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প পরিচালক ও বর্তমান পরিচালক, বিসিসি ও মো. জাকির হোসেন বাচ্চু, সচিব, বিসিসি এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক (কারিগরি), কেএম আবুল কালাম আজাদ, ও পরিচালক (পরিকল্পনা), বদরুল হাসান লিটনসহ বিসিসি ও ওয়ারপো এর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। একেএম শাহনেওয়াজ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দ্রুত মডিউল আরও অন্যান্য প্রতিষ্ঠানে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রকৌশলী মো. আব্দুর রউফ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত