অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ করেছিলেন বঙ্গবন্ধু
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার দর্শন ছিল অনন্য। বঙ্গবন্ধুর সেই দর্শন নিয়েই আমরা এগিয়ে চলছি। বঙ্গবন্ধু বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’- এর চাইতে বড় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, রাষ্ট্র সৃষ্টির বিপ্লব বিকেন্দ্রীকরণ আর হতে পারে না। মানুষের ক্ষমতায়নে আমাদের আর দাবায়ে রাখা যাবে না- এর চাইতে উজ্জীবিত করার আর কোনো বিশেষ বক্তব্য ঔদার্য আর শক্তি নিয়ে বাঙালির জীবনে আর কখনো আসেনি। এই দুই বাক্য যুগলের মধ্যেই প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থার বিকেন্দ্রীকরণের স্পষ্ট আভাস রয়ে যায়। গত শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘রোল অব লোকাল গভমেন্ট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট: লেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক বিশেষ লেকচার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিশেষ লেকচার অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ড. জুনায়েদ কামাল আহমেদ। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক।