রংপুরে নিরাময় ক্লিনিকে অপারেশনের আগেই রোগীর মৃত্যু। স্বজনদের দাবি ভুল চিকিৎসা, নামে-বেনামে গড়ে ওঠা ক্লিনিকে রংপুরে একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে। স্বজনদের আর্তনাদ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু দাবি স্বজনদের। আইনগতভাবে ব্যবস্থা নিলেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন। অর্ঘ পড়ে চতুর্থ শ্রেণিতে। গত শনিবার সন্ধ্যায় মাহিগঞ্জের রগু থেকে বাবাকে সাথে করে বাজারে পায়ের জুতা আর নতুন স্কুলব্যাগ নিয়ে আসে রংপুর নগরীর নিরাময় ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে নাকের অপারেশন করাতে। বাবা ওয়াকিল রায় ছিলেন রংপুর বেতারের একজন গীতিকার। এদিকে স্বজনরা বলছেন প্রশাসনের নাকের ডগায় নগরীরের ভিতরেই এসব ক্লিনিকে একের পর এক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হচ্ছে কেউ দেখছে না। ক্লিনিকের কাউকে না পাওয়া গেলেও এনেস্থেসিয়া ডাক্তার রেজাউল ইসলাম জানান, অপরাশনের আগে রোগীকে অজ্ঞান করার জন্য প্রস্তুতি নিলে নার্ভ খুঁজে পাওয়া না গেলে অপারেশন করা হয়নি। রোগী সুস্থ ছিলেন।
অপর দিকে ঘটনাস্থলে পুলিশ অপারেশন থিয়েটারেই মৃত্যু অবস্থায় পায় ওয়াকিল রায় কে। এ সময় ধাপ ফাঁড়ি, আরপিএমপি এর দায়িত্বে থাকা এসআই হাসান জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা। গতকাল রোববার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী জানান, এই মৃত্যুর খবরে একটি ৫ সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো. রুহুল আমিনকে প্রধান করে একজন এনেস্থেসিয়ার ডাক্তার, একজন মেডিসিন ডাক্তারকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, গত সোমবার থেকে তারা তদন্ত কাজ শুরু করবে।