রাসিক মেয়রের সাথে সিআরপি’র প্রতিনিধিদলের মতবিনিময়
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভার সদর দপ্তরের আদলে রাজশাহীতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সিআরপি-রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’। এই আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার অগ্রগতি ও প্রস্তাবিত মাস্টারপ্ল্যান নিয়ে গতকাল সোমবার নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরি এন টেইলরের নেতৃত্বে সিআরপি‘র প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘সিআরপি-রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’ প্রতিষ্ঠার অগ্রগতি ও প্রস্তাবিত মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এনএসইউ’র সহযোগী অধ্যাপক ও নায়ারিত আর্কিটেক্ট শায়লা জোয়ার্দার। সভার শুরুতে সিআরপি’র প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রাসিক মেয়র।