ধর্ষণ ও নিপীড়নমুক্ত নিরাপত্তা দাবিতে জাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অছাত্রদের হল থেকে বের করা ও অপরাধীদের দ্রুত শাস্তি কার্যকর করার দাবি জানান। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, এ আন্দোলন শুধু জাবির নয়, এটি সারা বাংলাদেশের আন্দোলন। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই এবং এ নিরাপদ রাখার দায়িত্ব প্রশাসনে। তারা যদি নিরাপদ না রাখতে পারে, তাহলে এটা তাদের ব্যর্থতা। ধর্ষণের মতো ঘটনায় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত, আপনি ক্ষমতাসীন দেখে পার পেয়ে যাবেন তা আর চলবে না। আপনাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাবেন, এ ভাবনায় আপনি ডুবে যাবেন না। দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাবির এ ঘটনায় আমি যতটা লজ্জিত, তার চেয়ে বেশি উৎসাহিত।