রংপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকতিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রংপুরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মুফিদুল আলম। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ্র সভাপতিত্বে ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক, পিএমও প্রতিনিধি ঢাকা মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।