বশেমুরকৃবি পরিদর্শনে লেসোথো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো’র তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করে।
পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মাকোয়ালা ভি. মারাকি, পুষ্টি বিভাগের সিনিয়র লেকচারার কেবিসামাং জে. মথিব ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার জোয়ালেন আর. মারুনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, অ্যাগ্রো প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ড. মোঃ অহিদুজ্জামান ও সহকারী প্রফেসর ড. মোঃ নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ আলোচনায় উভয় দেশের ভৌগোলিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা নিয়ে বিস্তর আলোচনা হয়।