শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

বললেন কাজী নাবিল

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

যশোরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন শিক্ষার ওপরে। তিনি তার সন্তান আইটি বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ, যিনি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের বলেছেন, তোমাদের কোনো কিছুই দিতে পারব না, কেবল শিক্ষা দিয়ে গেলাম।’

গতকাল সকালে তিনি জিলা স্কুল অডিটোরিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। অংশগ্রহণকারীদের উদ্দেশে কাজী নাবিল বলেন, ‘তোমাদের মতো আমিও একসময় ছোট ছিলাম। স্কুলজীবনে আমিও বিজ্ঞান-প্রযুক্তি দিবসে প্রজেক্ট করেছি। বিজ্ঞান মেলার মাধ্যমে তোমরা নিজেরা প্রজেক্ট করবে, সহপাঠী বন্ধুদেরও বিভিন্ন প্রজেক্ট দেখবে। তাহলেই তোমরা বিজ্ঞানের সঙ্গে সহজভাবে মিশতে পারবে।’ তিনি আরো বলেন, ‘আমি চাই তোমাদের বিজ্ঞান মেলা সফল হোক। শিক্ষার্থীদের সাবলীল করতেই বিজ্ঞান মেলা। কুইজ প্রতিযোগিতার মতো অনুষ্ঠান করা খুবই জরুরি।