রংপুরে মিঠাপুকুরে দুর্ধর্ষ ডাকাতি এবং হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিউটি বেগম (৩৮) নামে এক নারীর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই নারী ছড়ান ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী লাইব্ররিয়ান হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার ভোরে মিঠাপুকুর উপজলোর বড়বালা ইউনিয়নের ছড়ান শালিকাদহ গ্রামে এই ডাকাতি এবং খুনের ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ এবং স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানান, নবাবগঞ্জ উপজেলার একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং ছড়ান কলেজের সহকারী লাইব্রেরিয়ান বিউটি বেগম প্রতিদিনের মতো সেদিনও নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু গতকাল বুধবার ভোরে ১০-১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করছিলেন।
এ সময় তার স্ত্রী বাধা এবং চিৎকার করায় তাকে ডাকাতরা ছোরা দিয়ে এলোপাতাড়ি ছুিরকাহত করে গুরুতর আহত করেন এবং তার স্বামী মিজানুর রহমানকে জখম করা হয়। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে রমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম মৃত্যুবরণ করেন এবং মিজানুর রহমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।