ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বায়ুদূষণ রোধে গৃহীত প্রকল্প সফল করতে সংশ্লিষ্টদের প্রতি পরিবেশমন্ত্রীর নির্দেশ

বায়ুদূষণ রোধে গৃহীত প্রকল্প সফল করতে সংশ্লিষ্টদের প্রতি পরিবেশমন্ত্রীর নির্দেশ

বায়ুদূষণ রোধে গৃহীত BEST প্রকল্পকে সবচাইতে সফল প্রকল্পে পরিণত করতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না। জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনে সরকারের অর্থায়নে বায়ুদূষণ রোধে কাজ করতে হবে। পরিবেশ মন্ত্রণালয় জানায়, গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, আগারগাঁও এ ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (BEST)’ প্রকল্প বিষয়ে আয়োজিত এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত