শিক্ষার্থীদের মনোজগতে মানবিক বাংলাদেশ সৃষ্টির আগ্রহ তৈরি করা জরুরি বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, কোভিড-উত্তর পৃথিবীতে আমরা চেয়েছিলেন শান্তি ও মানবিক পৃথিবী। বিশ্বের উন্নত দেশগুলো যুদ্ধে জড়াবে তা আমরা চাইনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলি হামলা, অতি সম্প্রতি মিয়ানমারে যুদ্ধাংদেহী যে মনোভাব তা কোনোভাবেই আমাদের জন্য প্রত্যাশিত নয়। গত বুধবার রংপুরে কারমাইকেল কলেজে ‘মানসিক স্বাস্থ্য সমীক্ষা ও মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মনোজগতের যে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে ইতিবাচক মানবিক সমাজ প্রতিষ্ঠার মনোভঙ্গি তৈরি করা অপরিহার্য।