সিজিডিএফ হিসেবে কামরুন নাহারের দায়িত্ব গ্রহণ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কামরুন নাহার গত বুধবার কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৯ জানুয়ারি, ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঘাটচেক গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল মুনাফ এবং মাতার নাম ফিরোজা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। কামরুন নাহার চট্টগ্রামের ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে মাধ্যমিক, চট্টগ্রাম কলেজ থেকে ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ১৯৮৬ সালে তিনি স্নাতক ও ১৯৮৭ সালে সফলতার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কামরুন নাহার ১০ বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) এ উত্তীর্ণ হয়ে সহকারী হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (প্রবেশনার) হিসাবে ১১/১২/১৯৯১ খ্রি: তারিখে যোগদান করেন। পরবর্তীতে তিনি পেশাগত প্রশিক্ষণ শেষে রেলওয়ে অ্যাকাউন্টস এ সহকারী অর্থ উপদেষ্টা হিসাবে কাজ করেন। ক্রমান্বয়ে তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে উপ অর্থ উপদেষ্টা (রেলওয়ে), এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (সিজিএ), অতিরিক্ত অর্থ উপদেষ্টা (রেলওয়ে অ্যাকাউন্টস), অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা/পূর্ব (রেলওয়ে অ্যাকাউন্টস) এবং সর্বশেষ অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।