ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

নগরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ। গতকাল বেলা ১১টায় জেলখানার মোড় থেকে নাজির পোল ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা, পিপিএম এর নির্দেশনায় এ অভিযান চলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুনা লায়লা বলেন, বরিশাল নগরের সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র ও পুলিশ কমিশনারের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত