ভারত, নেপাল, ভুটানের লেখক কবিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
দক্ষিণ এশীয় সাহিত্য সংস্কৃতি সম্মেলনে যোগদানের জন্য আসা ভারত, নেপাল ও ভুটানের লেখক কবি ও শিল্পীদের নিয়ে গত বুধবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা। ব্যতিক্রমী এ আয়োজনটি ছিল শুভেচ্ছা আলোচনা, কবিতা পাঠ ও গানে গানে মুখর। অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেপালের বিশিষ্ট লেখক ও সংগঠক তারাবাহাদুর বুধাতকি, আসামের ডাক্তার সাইফুল হাসান, একই রাজ্যের কবি ডক্টর দিলোয়ারা বেগম, কবি রোকাইয়া বেগম, ভুটানের কবি জীবিকা কারকি, রমা কৈরালা, আসামের মানজু আহমেদ, সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা, ও নাট্যব্যক্তিত্ব রাজ্জাক মুরাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন, অঞ্জলিকা পরিবারের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি মোঃ শাহাদাৎ হোসেন।