রাজশাহীতে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৩৫তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরির পাশাপাশি ভেদাভেদ ভুলে এক হওয়ার উপলক্ষ্য। প্রজাতন্ত্রের সব কর্মচারীর মধ্যে সৌহার্দ্য, সম্ভাবনা ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যমও এটি। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নানারকম কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারি কর্মচারীদের প্রণোদনার পাশাপাশি প্রেরণা দেওয়ার জন্য এই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি খেলাই সৃজনশীলতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে।