বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও স্ট্রেনথেনিং হাউজহোল্ড অ্যাবিলিটি টু রেসপন্ড টু ডেভেলপমেন্ট অপরচুনিটিস (সৌহার্দ)-৩ প্লাস অ্যাক্টিভিটি এর যৌথ উদ্যোগে ‘ইমপ্রোভড এগ্রিকালচারাল প্রাকটিসেস ইন দ্য চর অ্যান্ড হাওর রিজিওনস অব বাংলাদেশ (বাংলাদেশের চর ও হাওর অঞ্চলের উন্নত কৃষি পদ্ধতি)’ শীর্ষক এক অবহিতকরণ সভা গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউএসএইড-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত (সৌহার্দ)-৩ প্লাস অ্যাক্টিভিটি বাংলাদেশের চর ও হাওর অঞ্চলের ৮টি জেলায় পাঁচ ধরণের কৃষি পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহামেদ। এছাড়া উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, রমেশ সিং, সৌহার্দ এক্টিভিটির চিফ অব পার্টি মার্ক নসবা। ওই অনুষ্ঠানে বক্তারা উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী কীভাবে ও কতটুকু তাদের জীবন-জীবিকার উন্নতি করতে সক্ষম হয়েছে তা আলোচনা করেন। উপস্থিত বক্তাগণ জলবায়ু পরিবর্তন জনীত সমস্যা মোকাবিলায় চর ও হাওর অঞ্চলের উপযুক্ত বিভিন্ন ফসলের জাত ও কৃষি কৌশল নিয়েও আলোচনা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ডীন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কেয়ার বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।