ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে ছয় দিনের বইমেলার উদ্বোধন

বেরোবিতে ছয় দিনের বইমেলার উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুনগুন-রণনের যৌথ প্রয়াসে লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড সেইলরের সৌজনে ৭ম বারের মতো ছয় দিনব্যাপী গুনগুন-রণন বইমেলা-২০২৪ এর উদ্বোধন হয়েছে জাঁকজমকে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বইমেলাটির শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রশিদ। এবার রণন, নৈঋতা ক্যাফে, পাতা প্রকাশ, রংপুর, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সাফল্য প্রকাশনী, পাঠচক্র, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) বিছনবাড়ি (সাহিত্য আড্ডা), ব্রুডা, স্বপ্নসিঁড়ি গ্রিন ইকো, সমাজবিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি, ইউনিভার্সিটি ডিবেট ফোরামসহ (বিআরইউডিএফ) বিভিন্ন প্রকাশনী এবং সংগঠনসহ মোট ৪২টি সংগঠন ও প্রকাশনীর স্টল রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত