বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের সার্বিক তত্ত্বাবধানে নিরীক্ষা ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম অধিকতর অটোমেটেড সিস্টেমের আওতায় আনয়ন এবং সম্মানীত পেনশনারসহ সকল সেবাগ্রহীতার পাওনাদি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে পাবলিক সার্ভিস ডেলিভারি আরো সহজ ও জনবান্ধব করণের ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আইএসপিআর জানায়, এর ধারাবাহিকতায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো: নূরুল ইসলাম গতকাল বুধবার লালাসরাই, মিরপুর-১৪, ঢাকায় অবস্থিত সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অডিটর জেনারেলের পরিদর্শনকালে সিজিডিএফ কামরুন নাহার, এসএফসি (আর্মি) মো: রেফায়েত উল্লাহ, জেএফসি সেলিনা খন্দকার, ডিএফসি মো: ফজলুর রহমান, ডিএফসি মো: জাহাঙ্গীর হোসেন মৃধা এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।