বঙ্গোপসাগরে উদ্ধারকৃত চার জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্র হতে MV RAFFLES PROGRESS নামক সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ কর্তৃক উদ্ধারকৃত ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে কক্সবাজার ইনানীতে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। আইএসপিআর জানায়, এর আগে গত বুধবার বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায়কবলিত ভাসমান চারজন জেলেকে জাহাজে উদ্ধার করে এবং Maritime Rescue Coordination Center (MRCC) কর্তৃপক্ষকে অবগত করে। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়’ উপকূল হতে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র হতে চারজন জেলেকে গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। উল্লেখ্য, গত ০৫ কক্সবাজার ৬নং ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ভেসেল ‘মা’ সমুদ্রে গমন করে এবং গত ৯ ফেব্রুয়ারি রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী ফিশিং বোটে উঠে। বাকি পাঁচজন জেলের মধ্যে একজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মো: ইউনুস, মোহাম্মদ হোসেন, মো: আবু বকর সিদ্দিক এবং নূর মোহাম্মদ যারা সকলেই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।