অধ্যাপক ড. আজিজুর রহমান খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আজিজুর রহমান খানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আজিজুর রহমান খান ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের জার্নালে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে তার বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এ শিক্ষক বাংলাদেশে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষাবিদ ও গবেষক হিসেবে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, অধ্যাপক ড. আজিজুর রহমান খান গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।