সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে
বললেন স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, সিলেটের উন্নয়নের সরকার সবসময় আন্তরিক, এই সরকারের আমলে সিলেট নগরীতে ব্যাপক উন্নয়ন করা হবে। মন্ত্রী গতকাল সকাল ১০টায় সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে সহ সিলেট চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসা করে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর স্মৃতিবিজড়িত আধ্যাত্মিক এই নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদা মূল্যায়ন করেন, এজন্য তিনি এবারও নির্বাচনি কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এই নগরীর উন্নয়নে সরকার থেকে সবধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, সিসিকের নির্বাচনের পর জাতীয় নির্বাচনের কারণে স্থানীয় সরকারের অধীনে কাজগুলো বন্ধ ছিল, মাত্র কাজ শুরু হয়েছে, এরই মধ্যে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক কাজ হাতে নিয়েছেন। এই সরকারের আমলেই আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একজন সঠিক লোককে লন্ডন থেকে এনে দায়িত্ব দিয়েছেন। আমাদের দেশে দায়িত্ব নিয়ে কাজ করার লোকের বড়ই অভাব, এক্ষেত্রে সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী একজন দায়িত্বশীল মানুষ। আমি মনে করি এরকম একজন লোককে দায়িত্ব দেয়ার জন্য সিলেটবাসী অনেক ভাগ্যবান।