উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান করা হচ্ছে
সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এম পি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মে প্রবেশের হার আগের চেয়ে বেড়েছে। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান করা হচ্ছে। মন্ত্রী গতকাল রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যিাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) আয়োজিত প্রতিবন্ধীদের জন্য চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা পরিবার বা সমাজের বোঝা হবে না, সম্মানজনক জীবন যাপন করতে পারবে। তাদের কর্মসংস্থানের কাজটি কখনই এককভাবে সরকারের পক্ষে করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি পর্যায়েও ভূমিকা রাখতে হবে। যেভাবে প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে এবং প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। মন্ত্রী বলেন, আমরা বারবার অন্তর্ভুক্তিমূলক একটি পরিবেশ তৈরির কথা বলছি ও প্রবেশগম্যতার কথা বলছি। আমরা তাদের কাজের উপযুক্ত পরিবেশের কথা বলছি, সেই পরিবেশ সকলে মিলে তৈরি করতে হবে। আমরা এখনো আমাদের ভবনগুলোকে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে পারিনি। সেগুলো মোটেই কঠিন কিছু নয়, শুধু দরকার আমাদের একটু সংবেদনশীলতা, একটুখানি সহমর্মিতা ও একটু সচেতনতা। এসব পেলেই এ জায়গাগুলো আমরা অতিক্রম করতে পারি এবং সমস্যাগুলোকে জয় করতে পারি। মন্ত্রী আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রোগ্রাম আছে, যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হয়। নানা রকমের প্রচলিত ট্রেডের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রিল্যান্সিংয়েরও ট্রেনিং দেয়া যায়, এটি তাদের জন্য সুবধাজনক হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের ক্ষেত্রে চাকরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় রাখার ওপরও মন্ত্রী গুরুত্বারোপ করেন।