হাজীগঞ্জে বইমেলা সমাপনী দিনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বইমেলার সমাপনী দিনে হাজীগঞ্জের লেখকদের চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। হাজীগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সমাপনী দিনে চাঁদপুরের পাঁচজন লেখককে সংবর্ধনা দেয়া হয়। গতকাল বুধবার সংবর্ধিত ও বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি। হাজীগঞ্জ ফোরামের আয়োজনে মেলার স্টলস্থলে ফুড লাভারস পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কাজী শাহাদাত, ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, মাঈনুল ইসলাম মানিক, মো. ফরিদ হাসান ও এসএম চিশতী।