থানায় অপচিকিৎসার অভিযোগ করায় প্রাণনাশের হুমকি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বিএনপি নেতার পরিচালনাধীন জেলার বাবুগঞ্জের আগরপুর মিশুকস্ট্যান্ড সংলগ্ন বেসরকারি হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপচিকিৎসার অভিযোগ করে বিপাকে পরেছেন ভ্যান চালক রাজিব খলিফা। গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুশয্যায় থাকা রাজিব খলিফা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে আমার দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে এসে প্রকাশ্যে আমাকে মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় গৌরনদী উপজেলার সিংগা গ্রামের দিনমজুর বারেক খলিফার ছেলে রাজিব বাদী হয়ে গত বুধবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দলের সৌদি আরব পূর্বাঞ্চল কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদের প্রতিষ্ঠিত বাবুগঞ্জের আগরপুর মিশুকস্ট্যান্ড সংলগ্ন বেসরকারি হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা সরোয়ার মোল্লা তার সহযোগী আজিজুল মোল্লা ও শামসু খন্দকারকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হাসপাতালের অপচিকিৎসার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য গত বুধবার সন্ধ্যায় রাজিব খলিফার বাড়িতে যায়।
এ সময় রাজিবকে অকথ্যভাষায় গালিগালাজ করে মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাজহারুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।