১০ দিনব্যাপী পিঠা উৎসব শুরু আজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে সপ্তদশ জাতীয় পিঠা উৎসব ১৪৩০। ১০ দিনব্যাপী এই পিঠা উৎসব চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। এবার পিঠা উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ। তিনি জানান, জাতীয় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। আজ বিকাল পাঁচটায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। ১০ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। তিনি আরো জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত সপ্তদশ জাতীয় পিঠা উৎসবে রকমারি পিঠার পসরা সাজিয়ে বসবেন দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীরা। মেলায় ৫০টির অধিক স্টল থাকবে। যাতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিভিন্ন অঞ্চলের অনন্য প্রতিভাধর পিঠাশিল্পীরা হৃদয় উজাড় করে তৈরি করবেন শত শত রকমের পিঠা। তিনি বলেন, আমরা গত ১৬ বছর থেকে এই পিঠা উৎসবের আয়োজন করে চলেছি। আমরা এবারও তা করছি। ঢাকা ছাড়াও দেশের চার বিভাগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বরিশাল জেলায়। এছাড়াও সিলেট, রাজশাহী ও রংপুরে এই পিঠা উৎসব শুরু হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এবারের পিঠা উৎসবের বিচারকম-লীর সভাপতি ছটকু আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ও আবৃত্তিকার ড. সাহাদাত হোসেন ও পিঠা উৎসবের অন্যতম আয়োজক সদস্য ও সাংবাদিক অঞ্জন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।