যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইকেল এস. স্টেকলার গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মি. অস্টিন চ্যাডউইক তার সঙ্গে ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও গবেষক বিনিময় এবং জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, ভূগর্ভস্থ’ পানি ও পরিবেশবিষয়ক আরো যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। শিগ্গিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।