মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সাবেক এম পি লায়ন এম এ আউয়াল বলেন, আজো উচ্চ আদালতের বিচারপতি গণমামলার রায় ইংরেজিতে লিখেন, যা দেশের বিচার প্রার্থী সাধারণ মানুষ নিজেরা পড়তে ও বুঝতে পারেন না। এদেশের মানুষ মাতৃভাষা বাংলাকে জীবন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই উচ্চ আদালতের মামলার রায় বাংলায় লিখে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাবি জানাচ্ছি। ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পি পি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে লায়ন এমএ আউয়াল অপ্রতিরোধ্য সিন্ডিকেটের কারসাজিতে খাদ্যসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে রমজান মাসে মানুষের কষ্ট লাঘবে খাদ্যসহ নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণআজাদী লীগের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো-চেয়ারম্যান মো: আতাউল্লাহ খান, বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো-চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল। আরো বক্তব্য দেন ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম।