পাচারের শিকার অসহায় মানুষের পাশে ঢাকা আহ্ছানিয়া মিশন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঢাকা আহ্ছানিয়া মিশন ‘কর্তৃক বাস্তবায়নাধীন আশ্বাস (Ashshash phase-II) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি উইনরকইন্টারন্যাশন্যালের কারিগরি সহায়তায় অ্যামবাসী অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় ঝিনাইদহ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ঝিনাইদহ জনাব এসএম রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচাল জনাব মো. সাজেদুল কাইয়ূম দুলাল। অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মো. আজিমণ্ডউল-আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ; জনাব ডা. শুভ্ররাণী দেবনাথ, সিভিলসার্জন, ঝিনাইদহ; মো. ইয়ারুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার; গোলাম নবী, বিচারক (যুগ্ম জেলাজজ), ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল ও জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত)। উপজেলা নির্বাহী অফিসার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, সমাজসেবা, যুব উন্নয়ন, জাতীয় আইন সহয়তা কেন্দ্র, সাব জজ লিগ্যাল এইড, সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এইডফাউন্ডেশন, সৃজনী ফাউন্ডেশন, ব্র্যাক, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা প্রশাসনের প্রতিনিধি, বে-সরকারি সংস্থার প্রধান ও নানা গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগতবক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের অধিকার ও সুশাসন সেক্টরের টিম লিডার শেখ মহব্বত হোসেন। প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন সহযোগী সংগঠন উইনরকইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উইনরকইন্টারন্যাশনালের পলিসি অ্যাডভোকেসি স্পেশালিন্ট (সিনিয়র ম্যানেজার) মৃন্ময় মহাজন ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আশ্বাস প্রথম ফেইজের সুবিধাভোগী পাচারের শিকার একজন নারী তার অভিজ্ঞতা জানান। জানান সব হারিয়ে নিঃস্বপ্রায় অসহায় জীবনে আশ্বাস প্রকল্পের সহযোগিতায় কীভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। এরপর একটি উন্মুক্ত আলোচনা ও তথ্য চিত্রের মাধ্যমে সবাইকে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত করা হয়। মুক্ত আলোচনায় পাচারের শিকার মানুষের জন্য সহমর্মিতা ও পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক নানা মতামত উঠে আসে।