ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিশুদের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী

শিশুদের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিশুদের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা অপরিহার্য। মন্ত্রী গতকাল বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ফরিদ আহমেদ। মন্ত্রী বলেন, আমাদের পড়াশোনা, শিক্ষা এই যে নতুন বিশ্ব, প্রযুক্তির বিশ্ব, বিজ্ঞানের বিশ্ব তার সঙ্গে আমাদের তালমিলিয়ে চলতে হবে, আমাদের উদ্ভাবক হতে হবে, সেখানে নানান ধরনের সৃজনশীল কাজে আমাদের সম্পৃক্ত করতে হবে, আমরা একই সঙ্গে মানবিক মানুষ হব, সৃজনশীল মানুষ হব এবং আমরা দক্ষ, যোগ্য মানুষ হব। মন্ত্রী আরো বলেন, আমরা সুনাগরিক হব, বিশ্ব নাগরিক হব এবং তা হতে গেলে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার একেবারেই কোনো বিকল্প নেই। এরপর মন্ত্রী জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪-এর উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত