ছুটির দিনে নানা বয়সি মানুষের ভিড় ছিল বইমেলায়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শবেবরাতের ছুটিতে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলা শেষদিকে হওয়ায় এদিন ছুটি উপলক্ষ্যে ছুটে এসেছেন অনেকেই। দুপুরের পর থেকে ভিড় বাড়ছে। বিকাল নাগাদ পুরো মেলা লোকে লোকারণ্য হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল সোমবার দুপুরের পর মেলা ঘুরে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। এদিন মেলায় নানা বয়সি মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে সপরিবারে মেলায় এসেছেন অনেকে। মেলার শিশু কর্নার ও স্টলগুলোতে বেশ ভিড় দেখা যায়। শাহলিনা বেগম ও জামির আহমেদ এসেছেন মিরপুর থেকে। দুপুরের আগে মেলায় ঢুকতে তারা মেট্রোরেলে চেপে আসেন। টিএসসি মেট্রোরেলের স্টেশনে নামার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। এরপর বিকাল ৩টায় তারা মেলায় প্রবেশ করেছে জানিয়ে বলেন, মেলা শেষ হবে জেনেই তারা আজ এসেছেন। পুরো মাস তারা চাকরি সংসার মিলে ব্যস্ত থাকায় আসতে পারেননি। শবেবরাতের ছুটি পেয়েই আজ এসেছেন। তাদের কথা হলো প্রাণের মেলায় না এলে কেমন জানি লাগে। আরো এসেছেন নবদম্পতি লাবনী ও সুজন। এই প্রথম বইমেলায় এসেছেন লাবনী। মেলার গেটে যখন প্রবেশ করছিলেন বারবার সেই মুহূর্তকে নিজের মোবাইলে ধারণ করছিলেন। পরে তাদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, টিভিতে অনেক দেখেছি। পত্রিকায় বইমেলার ফিচার পড়েছি। কিন্তু আজ বাস্তবে সরাসরি আসলাম। এখনো ঢুকিনি। কিন্তু অনুভূতিটাই অন্যরকম। পুরো মেলায় ঘুরব, দেখব। ছুটির দিন হওয়ায় সকাল থেকে দর্শনার্থী আসতে শুরু করেছে। দুপুর ১২টা নাগাদ গেট খুলে দেওয়া হলে মেলার উদ্দেশ্যে আগতরা প্রবেশ করতে শুরু করেন। এখনো সমান তালে লোকজন ভেতরে প্রবেশ করছেন। তবে ছুটির দিনে লোকজন বেশি আসায় বিক্রিবাট্টা বেশি হবে বলে মনে করছেন দোকানিরা। বাবুই প্রকাশনীর কাদের বাবু বলেন, এবার আমরা ছোটদের গল্পের বই, ছড়া ছাড়াও কবির বই ভালোই বিক্রি করেছি। অন্য প্রকাশনীর কর্মীরা জানিয়েছেন, দুপুরের পর থেকে বইপ্রেমীরা মেলায় আসছেন, দেখছেন। অনেকেই বই কিনছেন। মেলায় এবার নতুন নতুন লেখকদের বই এসেছে, আজো আসছে। কিন্তু পুরোনো লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রয়কর্মীরা।