রংপুরে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রংপুরে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে নগরীর আরকে রোডস্থ পর্যটন মোটেল কনফারেন্স রুমে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আকবর আলী। অনুষ্ঠালে প্যানেল আলোচনায় অংশ নেন বিএসইসি’র নির্বাহী পরিচালক (সঞ্চালক) মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী প্রেসিডেন্ট-বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ড. মোহাম্মদ তারেক, সভাপতি-রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রেজাউল ইসলাম মিলন, ব্যবস্থাপনা পরিচলাক-প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিঃ সৈয়দ এম ওমর তৈয়ব, পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ রিচার্ড ডি রোজারিও শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার বিএসইসি ড. রুমানা আক্তার। এছাড়াও আলোচনায় অংশ নেন উপ-পরিচালক বিএসইসি জিয়াউর রহমান, নির্বাহী পরিচলক মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।