‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। বিভাগের ব্যুরোদের পাঠানো প্রতিবেদন-
রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ র্যালিতে নেতৃত্ব দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. শরিফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা উড়িয়ে দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
খুলনা : যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল দুপুরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে নগর ভবন ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করাসহ নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, নগর ভবনের নিচ তলায় স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগ এবং কর আদায় ও লাইসেন্স শাখা কর্তৃক তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে পৃথক চারটি স্টল খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের স্টলে স্বাস্থ্যসেবা দেওয়ার সঙ্গে সম্পৃক্ত সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়াসহ কর আদায় শাখার স্টলে বকেয়া পৌরকর পরিশোধের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়েছে এবং লাইসেন্স শাখার স্টলে চলতি অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়েছে।
রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সকালে নগর ভবন হতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে পুনরায় নগরভবনে এসে শেষ হয়। র্যালি শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীনসহ প্রমুখ। উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে আরো ছিল সপ্তাহব্যাপী বকেয়া হোল্ডিং ট্যাক্সের সারচার্জ মওকুফ, সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে ওভারহেডে এবং সিন্ডবি চত্বরে সরকার ও সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র প্রদর্শনী ইত্যাদি।