তিস্তার চরাঞ্চলের জমি রক্ষার দাবিতে রংপুরে বিক্ষোভ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
তিস্তার চরাঞ্চলের আবাদি জমি রক্ষার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের সাধারণ কৃষক ও জনগণ। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের প্রেসক্লাব চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। পরে কাচারি বাজারস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি তিস্তার চরাঞ্চলে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি স্থাপনের লক্ষ্যে চরের আবাদি জমি, বসতভিটা উচ্ছেদের চক্রান্ত করে আসছে। এতে করে অনেক গরিব কৃষক তাদের আবাদি জমি হারানোর আশঙ্কা করছেন। তারা অবিলম্বে চরাঞ্চলের জমি নষ্ট না করার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজু আহমেদ, তাজউদ্দিন, আনিছুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।