নেতৃত্ব বিকাশে গার্লস লিডারশিপ সামিট অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
‘নারীদের ক্ষমতায়নের জন্য প্রয়োজন কারিগরি শিক্ষা; সেজন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গী এবং প্রয়োজনীয় সহযোগিতা। মেয়েদেরও নিতে হবে চ্যালেঞ্জ, এগিয়ে যেতে হবে স্বপ্ন পূরণে। কুড়িগ্রামে আয়োজিত গার্লস লিডারশিপ সামিটে এমন কথাই বলেন বক্তারা। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ প্রধান অতিথি হিসেবে গার্লস লিডারশিপ সামিট-২০২৪ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পরিচালক শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং আফরোজ মহল, ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইপ্লিমেন্টেশন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মেজবাহুন নাহার। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস। নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের আর্থিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান। ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, সহযোগী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘চাইল্ড, নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্প থেকে কুড়িগ্রামের আরডিআরএস অফিস প্রাঙ্গণে দুই দিনব্যাপী আয়োজন করা হয় গার্লস লিডারশিপ সামিট ২০২৪। এই সম্মেলনে জীবন দক্ষতা, যুব নেতৃত্ব, জেন্ডার সমতা, দক্ষতা বিকাশ ও কর্ম সংস্থানের সুযোগ তৈরির কৌশল, স্বপ্ন পূরণের জন্য কীভাবে মেয়েদের এগিয়ে যেতে হবে, মেয়েরা তাদের ক্ষমতায়নের জন্য কোথায় এবং কীভাবে যোগাযোগ করবে এবং অনলাইনে মেয়েদের নিরাপত্তার বিভিন্ন বিষয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।